আগামিকাল বেশ কিছু সময়ের জন‍্য বন্ধ থাকবে SBI-র অনলাইন পরিষেবা




দেশের সবথেকে বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্ক স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া (STATE BANK OF INDIA) -র অনলাইন পরিষেবা ৪ঠা জুলাই ২ঘন্টা ২৫ মিনিটের জন‍্য বন্ধ থাকবে বলে জানিয়েছে। জানানো হয়েছে, মেইনটেইনেন্স এর জন‍্য‍ অনলাইন পরিষেবা বন্ধ থাকবে। 



স্টেট ব‍্যাঙ্ক গ্রাহকরা এই সময়ের মধ‍্যে Internet Banking/YONO/YONO Lite/ UPI ব‍্যবহার করতে পারবে না। ৪ঠা জুলাই ৩টা ২৫ মিনিট থেকে ৫টা ৫৫ পর্যন্ত গ্রাহকদের অনলাইন পরিষেবা উপলব্ধ থাকবে না। 



এক বিবৃতিতে SBI জানিয়েছে, "আমরা আরও উন্নততর ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ার জন্য সচেষ্ট। আমরা ৪ঠা জুলাই তারিখে 03:25 টা থেকে 05:50 টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করব। এই সময়ের মধ্যে Internet Banking/YONO/YONO Lite/ UPI অনুপলব্ধ হবে "