১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন আমির খান ও কিরন রাও
১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন আমির খান ও কিরন রাও। লগানের শ্যুটিং চলাকালীন একে অপরের সাথে পরিচয় হওয়ার পর ২০০৫-এর ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির ও কিরন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের এক পুত্রসন্তান হয়, আজাদ রাও খান। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন আমির ও কিরন।
এদিন এক যৌথ বিবৃতিতে আমির এবং কিরণ লিখেছেন - ‘বিগত ১৫ বছরে আমরা জীবনের আনন্দে বহু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালবাসাই ছিল আমাদের সম্পর্কে। আমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়, দায়িত্ববান অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব।‘
তাঁরা লেখেন, ‘যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত কিছুদিন আগে নেওয়া হয়েছে। এবার আনুষ্ঠানিক ভাবে আমাদের সিদ্ধান্ত ঘোষণা করলাম। আলাদা একটি বৃহত্তর পরিবারের মতোই আমরা পরষ্পর জীবনযাপন করব। আজাদের প্রতিও আমরা সমানভাবে দায়িত্ব পালন করব। সিনেমা সহ অন্যান্য প্রজেক্টেও আমরা কাজ করব একসঙ্গেই।’
আরও বলা হয়, ’ আমাদের পাশে থাকার জন্য আত্মীয় ও বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। শুভানুধ্যায়ীদের কাছে আমাদের আগামী দিনগুলোর জন্য শুভেচ্ছা কামনা করি। এই বিবাহবিচ্ছেদ সম্পর্কের সমাপ্তি নয়, বরং এক নতুন সফরের শুরু। ধন্যবাদ এবং ভালবাসা সহ --- কিরণ এবং আমির।’
কিরণের আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ১৯৮৬ সালে রীনাকে বিয়ে করেছিলেন আমির। ২০০২-এ রীনা এবং আমিরের ১৬ বছরে দাম্পত্য জীবন ইতি হয়ে যায়। তাঁদের দুই সন্তান পুত্র জুনেইদ ও কন্যা ইরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊