Inviting Online Applications for National Eligibility-cum-Entrance Test  

neet ug 2021


National Testing Agency (NTA)- আজ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে NEET (UG) – 2021 এর আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়া শুরু  আজ থেকে- চলবে ৬ আগস্ট রাত্রি ১১ টা ৫০ মিনিট পর্যন্ত। 

মোট ১৩ টি ভাষায় দেওয়া যাবে NEET (UG) – 2021 এর পরীক্ষা। English, Hindi, Assamese, Bengali, Gujarati, Kannada, Malayalam, Marathi, Odia, Punjabi, Tamil, Telugu, এবং Urdu এই ১৩ টি ভাষায় এবার হতে চলেছে NEET (UG) – 2021 এর পরীক্ষা।

কীভাবে আবেদন করবেন-
  • আবেদন করতে হবে অনলাইনে।  ৬ আগস্ট পর্যন্ত আবেদন জানানো যাবে, তবে ৭ আগস্ট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। 
  • আবেদনের সময় কোন ভুল হয়ে থাকলে তা সংশোধন করবার সুযোগ থাকবে। সংশোধন করা যাবে ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত। 
  • ২০ আগস্ট City of Examination ঘোষণা করা হবে। 
  • পরীক্ষার ৩ দিন আগে থেকে Admit Card Download  করা যাবে। 
  • পরীক্ষা হবে ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার। 
  • পরীক্ষা হবে ৩ ঘন্টা। 

কোথায় আবেদন করবেন-
  • আবেদন করতে যেতে হবে - National Testing Agency (NTA) এর ওয়েবসাইটে- Website Link

আবেদন করতে কী কী  প্রয়োজন-
নিজস্ব বা অভিভাবকের একটি মোবাইল নাম্বার যেখানে OTP আসবে। 

  • passport size photograph-(jpg file size: 10 kb to 200 kb)
  • post card size photograph (4”x6”) (jpg file size: 10 kb - 200 kb)
  • signature (jpg file size: 4kb - 30kb);
  • left hand thumb impression (jpg file size: 10 kb-200 kb)
  • Class X pass certificate (pdf file size: 50 kb to 300kb)
  • category certificate (SC/ST/OBC/EWS etc.); (pdf file size: 50kb to 300kb)
  • PwBD certificate (pdf file size: 50kb to 300kb)
  • Citizenship certificate/ Embassy certificate or any Documentary proof of Citizenship certificate in PDF format (file size: 50 kb to 300 kb)
  • For photography, the focus needs to be on the face (80% face coverage, ears clearly visible, on white background)
আবেদনকারীর ছবির ক্ষেত্রে মনে রাখতে হবে মুখের ৮০ শতাংশ যেনো কভার এবং কান যেন দেখা যায়, সাথে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। 

পেমেন্টঃ
General ₹ 1500/-
General-EWS/ OBC-NCL* ₹ 1400/
SC/ST/PwBD/Third Gender ₹ 800/-  
আর যদি ভারতের বাইরে  হয় তবে  7500/-
পেমেন্ট করতে হবে- SBI/Canara Bank/HDFC/ICICI/Paytm Payment Gateway through Debit Card/Credit Card/Net-banking/UPI/Wallet and keep proof of fee paid safely for future reference.