Latest News

6/recent/ticker-posts

Ad Code

একাধারে দাঁতের চিকিৎসক অন্যদিকে সুপার মডেল অভিনেত্রী

একাধারে দাঁতের চিকিৎসক অন্যদিকে সুপার মডেল অভিনেত্রী 

Heli Daruwala
Heli Daruwala



হেলি দারুওয়ালা (Heli Daruwala) মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সফল এবং পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি নৃত্যেও পারদর্শী হেলি।

Heli Daruwala
Heli Daruwala



ইতিমধ্যে বিভিন্ন ভারতীয় টিভি সিরিয়াল এবং রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন।

Heli Daruwala
Heli Daruwala



হেলি দারুওয়ালার (Heli Daruwala) জন্ম 25 জুন 1992 এ গুজরাটের সুরাতে। এখানেই তাঁর স্কুল ও কলেজ জীবনের পড়াশুনা। তিনি শৈশব থেকেই ডাক্তার হতে চেয়েছিলেন। এবং পরবর্তিতে তিনি দাঁতের ডাক্তার হিসাবে সেই স্বপ্ন পূরণ করেন।

Heli Daruwala
Heli Daruwala



২০১১ সালে লাভ ইউ জিন্দেগী সিরিয়াল দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন হেলি। এ ছাড়া তিনি এমটিভি ওয়েববেডেও অংশ নিয়েছিলেন। খোটে সিক্কে (Khotey Sikkey) সিরিয়ালে ক্যামিওর চরিত্রে দুর্দান্ত অভিনয় দক্ষতা দর্শকের মন জয় করে।

Heli Daruwala
Heli Daruwala



স্যোসাল মিডিয়াতেও জনপ্রিয় মুখ হেলি দারুওয়ালা (Heli Daruwala)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code