দিনহাটায় করোনা মোকাবিলায় একাধিক সিদ্ধান্ত গ্রহণ 

dinhata



আজ দিনহাটা পৌরসভায় মহকুমা শাসক, দিনহাটা থানার আধিকারিক,সব ব্যবসায়ী সমিতির প্রতিনিধি,ছোট পরিবহনের সাথে যুক্ত নেতা এবং দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর উপস্থিততে দিনহাটার বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন। তিনি বলেন- করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা আপাতত আগামী ১৫ দিন কার্যকরী থাকবে।"

এদিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত গুলি হলো-
১৷ সপ্তাহে দুই দিন মঙ্গল ও শনিবার ওষুধ ও রেশনের দোকান ছাড়া বাজার হাট,সব রকম দোকান পাট বন্ধ থাকবে।
২৷সপ্তাহে বাকি ৫ দিন সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে।
৩৷ মাস্ক ছাড়া রাস্তায় দেখা গেলেই গ্রেপ্তার সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪৷ কারও বাড়িতে করোনা রোগী থাকলে না লুকিয়ে স্বাস্থ্য দপ্তর বা পৌরসভা কে অবহিত করতে হবে।
৫৷ অকারণে বাড়ি থেকে বের হাওয়া বন্ধ করতে হবে।


আরও জানানো হয়- পুলিশ এবং স্বেচ্ছা সেবকরা রাস্তায় থেকে জনগণের গতিবিধির উপর লক্ষ্য রাখবেন। অযথা কারও সাথে ঝামেলা না করে সহযোগিতা করবার অনুরোধও জানানো হয়েছে ।