এবার বাড়িতে বসেই স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন!
এবার বাড়িতে বসেই ডাউনলোড করতে পারবেন স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সার্টিফিকেট। স্টেট ব্যাঙ্কের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারকারী গ্রাহকরা পেয়ে যাবেন এই বিশেষ পরিষেবা ৷ বাড়িতে বসেই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সার্টিফিকেট পাবেন ৷
এই সুবিধা SBI Quick এবং SBI এর অনলাইন ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে মিলবে ৷ স্টেট ব্যাঙ্কের তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে ট্যুইটে জানানো হয়েছে, এফডি-র ইন্টারেস্ট সার্টিফিকেটের জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না ৷
কেবল ৪টি স্টেপ ফলো করে সহজেই ইন্টারেস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন ৷
1.SBI ক্যুইক অ্যাপ খুলুন এবং লগইন সেকশনে যেতে হবে।
2.এবার অ্যাকাউন্ট সার্ভিসে যেতে হবে।
3.ডিপোজিট ইন্টারেস্টে ক্লিক করুন।
4.নিজের ডিটেলস দিয়ে পাসওয়ার্ড সেট করুন।
5.এরপর রেজিস্টার্ড ইমেল আইডি-তে এফডি-র ইন্টারেস্ট সার্টিফিকেট চলে আসবে।
গ্রাহকদের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক ৷ YONO অ্যাপ, ওয়েব পোর্টাল ও কল সেন্টারের মাধ্যমে এই সুবিধা ব্যবহার করতে পারবেন ৷ এছাড়া 1800111103 টোলফ্রি নম্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কল করে এই সুবিধা নিতে পারবেন ৷ ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবায় ক্যাশ পিকআপ, ক্যাশ ডেলিভারি, চেক আপ, ফর্ম ১৫H ফিকআপ, ড্রাফ্টের ডেলিভারি, লাইফ সার্টিফিকেট পিকআপ, কেওয়াইসি ডকুমেন্ট পিকআপ সামিল রয়েছে ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊