Latest News

6/recent/ticker-posts

Ad Code

নাশকতার ষড়যন্ত্রে যুক্ত, কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর হামলার অভিযুক্ত জুকারবার্গ! স্কেচ ছবি ঘিরে শোরগোল

নাশকতার ষড়যন্ত্রে যুক্ত, কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর হামলার অভিযুক্ত জুকারবার্গ! স্কেচ ছবি ঘিরে শোরগোল 


Mark Zuckerberg




নাশকতার ষড়যন্ত্রে যুক্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডিউক (Iván Duque)-র হেলিকপ্টারে হামলা চালিয়েছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ! ঘোষিত হয়েছে তাঁর মাথার দামও! না আসলে জুকারবার্গ অপরাধী নন একটা স্কেচ ছবি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। বিভ্রান্তির শিকার ফেসবুক সিইও (Facebook CEO) মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)।




কয়েকদিন আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডিউকের বিমানে প্রেসিডেন্ট ও কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিক ছিলেন সেই বিমানে আততায়ী হামলা চালায় বলে খবর। বিমান লক্ষ‍্য করে চলে গুলিও এমনটাই অভিযোগ। সেই আততায়ীদের কয়েকটি স্কেচ ছবি ফেসবুকে পোস্ট করেছেন কলম্বিয়া ন‍্যাশনাল পুলিশ। সন্ধান দিতে পারলে পুরস্কার মূল্য ঘোষণা করা হয় 3 million মার্কিন ডলার। প্রকাশিত অভিযুক্তদের স্কেচ অনুযায়ী একজনকে অনেকটাই ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। যা থেকেই শুরু হয় বিভ্রান্তি। 




সেই স্কেচ ইতিমধ‍্যে ভাইরাল নেট দুনিয়ায়। শুরু হয়েছে মশকরা। নেটিজেনরা সেই স্কেচ দেখে মার্ক জুকারবার্গ বলেই মনে করেছে। অনেকে তো মজার ছলে ফেসবুক কর্তাকে কলম্বিয়ায় ন্যাশনাল পুলিসের কাছে ধরা দেওয়ারও পরামর্শ দিচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code