প্রথমসারির কোভিড যোদ্ধা থেকে মডেল-Maggie Rawlins
![]() |
Maggie Rawlins |
করোনা মহামারী যখন ভয়াবহ আকার ধারন করেছিলো তখন নার্স হিসাবে প্রথম সারির যোদ্ধা ছিলেন। কিন্তু সেই পিপিই কিটের মধ্যে যে একজন মডেল লুকিয়ে ছিলো তা বুঝতে পারেননি কেউ। তবে ম্যাগি রাউলেন্স (Maggie Rawlins) প্রমাণ করে দিয়েছেন নিজেকে মডেল সিটিজেন হিসাবে।
২৮ বছর বয়সী রেজিস্ট্রার্ড নার্স রাওলিন্সের (Maggie Rawlins) দায়িত্ব ছিলো যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় নার্স হিসেবে । রাওলিন্স জানিয়েছে 'এটা অবশ্য বিশেষ কিছু নয়! কেননা, ছয় বছর ধরে নার্সিং পেশায় আছি; তাই চিকিৎসা সেবা আমার জীবনেরই একটি অংশ।'
তবে জীবনে এরই মাঝে আসে আর একটি সুযোগ যা তিনি সবসময়ই চাইতেন। গত মার্চে আমেরিকান স্পোর্টস ম্যাগাজিন- 'স্পোর্টস ইলাস্ট্রেটেড' ঘোষণা দেয়, ১৯ জুলাই তাদের বার্ষিক 'সুইমস্যুট সংখ্যা'য় রাওলিন্স (Maggie Rawlins) মডেল হিসাবে থাকছে।
ইতিমধ্যে বেশ কিছু ছবি সামনে এসেছে। তার চোখ ধাঁধানো ছবির দিকে নজর পড়তে থাকে সবার। রাতারাতি তিনি হয়ে ওঠেন পরিচিত মুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊