Latest News

6/recent/ticker-posts

Ad Code

নম্বর কম ও ফেল করানোর অভিযোগে কদমতলা গার্লস স্কুলে বিক্ষোভ,পরীক্ষা নেবার দাবি

নম্বর কম ও ফেল করানোর অভিযোগে কদমতলা গার্লস স্কুলে বিক্ষোভ,পরীক্ষা নেবার দাবি





জলপাইগুড়ি(Jalpaiguri)-র কদমতলা গার্লস স্কুলে (Kadamtala Girl's High School) বিক্ষোভ উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের। পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি তুলে বিক্ষোভে সামিল ছাত্রছাত্রীরা।



তাদের বক্তব্য, একাধিক ছাত্রীকে ফেল করানো হয়েছে এবার।যেখানে পরীক্ষাই হল না সেখানে ফেল কি করে করানো হল তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ল ছাত্র ছাত্রীররা। তাদের আরো বক্তব্য, পরীক্ষার কথা বলায় তাদেরকে শিলিগুড়ি বা কলকাতায় যেতে বলা হয়েছে।


অন্যদিকে, স্কুল কতৃপক্ষের দাবি,দশম ও একাদশ শ্রেনীর নাম্বারের ভিত্তিতে মূল্যায়ন হয়েছে।কাউন্সিল এর নিয়ম মেনেই সব হয়েছে। তবে ১৭১ জনের মধ্যে ১৩ জন পাশ করতে পারেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code