Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা শিশুমঙ্গল সমিতির উদ্যোগে বামন হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় তহবিল সংগ্রহ শিবির

 দিনহাটা শিশুমঙ্গল সমিতির উদ্যোগে বামন হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় তহবিল সংগ্রহ শিবির


দিনহাটা মহকুমা হাসপাতালে চালু হতে চলছে বিশেষ শিশু কেয়ার ইউনিট। দিনহাটা পুরসভা, বেলা গুহ দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতি ছাড়াও বিভিন্ন সংস্থা ও সাধারন মানুষের সহযোগিতায় দিনহাটা শিশুমঙ্গল সমিতির পক্ষ থেকে সোমবার দিনহাটার সীমান্তবর্তী গ্রাম বামনহাটে তহবিল সংগ্রহ শিবির অনুষ্ঠিত হয়।



সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, শিশুমঙ্গল সমিতির কোষাধ্যক্ষ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দিলীপ দে, বিশিষ্ট ব্যবসায়ী রাজু সোমানি। তৃণমূল নেতা বিশু ধর, বামন হাট ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভট্টাচার্য, বামন হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সকল প্রাথমিক শিক্ষক, বামন হাট গ্রাম পঞ্চায়েতের এলাকার সকল সাধারণ মানুষ ।



শিশুমঙ্গল সমিতির সম্পাদক উদয়ন গুহ জানান, এই কাজকে এগিয়ে নিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ, নিজেদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দিনহাটা শিশু মঙ্গল সমিতির তহবিলে বামনহাটে 644838.00 টাকা জমা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code