বাংলার ৪ সাংসদ কে কোন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী, জানুন বিস্তারিত 





মোদী মন্ত্রীসভায় হল রদবদল। সেই মন্ত্রীসভায় বাংলা থেকে শপথ নিলেন চারজন। প্রতিমন্ত্রী হিসেবে সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা, নিশীথ প্রামাণিকের শপথ গ্রহণ করলেন আজ। 


প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। প্রথমবার সাংসদ হয়েই প্রতিমন্ত্রী হলেন জন বার্লা। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেন। আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা কাজ করতেন চা বাগানে, শ্রমিক নেতা হিসেবে উত্থান হয় তাঁর। 


প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।প্রথমবার সাংসদ হওয়ার পর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনিও শপথ গ্রহণ করেন।



নীশিথ প্রামাণিক

স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন নিশীথ। সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হয়েছেন।



সুভাষ সরকার

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন বাঁকুড়ার সাংসদ।


শান্তনু ঠাকুর 

বন্দর, জাহাজ পরিবহন এবং জল পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন বনগাঁর বিজেপি সাংসদ।


জন বার্লা 

সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন আলিপুরদুয়ারে সাংসদ।