Latest News

6/recent/ticker-posts

Ad Code

Facebook -নিয়ে এল নতুন ফিচারস, Live Audio Podcast

Facebook -নিয়ে এল নতুন ফিচারস, Live Audio Podcast




এবার ফেসবুক (Facebook) নিয়ে এল Live Audio Podcast । Club House -এ এই Live Audio Podcast বেশ জনপ্রিয়। বিভিন্ন মহলের তারকারা Clubhouse-এ তাঁদের বক্তব্য় পেশ করেন। এবার সেই ব্যবস্থা নিয়ে আসল জনপ্রিয় সোশ্যাল নেট ওয়ার্কিং সাইট ফেসবুক।




Club House -এ এই Live Audio Podcast প্রথম নিয়ে এসেছিল এবার যা আর একটু আপডেট করে নিয়ে আসছে ফেসবুক। এটি একটি অডিও ফিচারস। যার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন ভিডিও ছাড়াই। খনও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারছে। খুব শীঘ্রই ভারতীয়দের হাতেও আসতে চলেছে এই ফিচার।




লিখে কথোপকথনের ধারাকে বদলাতে ক্লাব হাউস এই অডিও ফিচারস নিয়ে আসে। যা দিনের পর দিন বেশ জনপ্রিয় হতে থাকে। এবার তারই নকল করে ফেসবুকও এনেছে অডিও ফিচারস এমনটাই মনে করছে অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code