Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঈদের শুভেচ্ছা জানান প্রিয়জনকে, রকমারি ছন্দে, রকমারি ছবিতে

ঈদের শুভেচ্ছা জানান প্রিয়জনকে, রকমারি ছন্দে, রকমারি ছবিতে 




ইসলাম ধর্মের মানুষদের সবচেয়ে বড় উৎসব ঈদ। একটি ঈদ উল ফিতর অপরটি ঈদ উল আযহা। করোনা আবহে ঈদের আনন্দে বেশ ভাঁটা পড়লেও পালিত হবে ঘরে ঘরে। ঈদ উল আযহা-র ঈদে প্রধানত ঈদের নামাজের পর পশু কোরবানির নিয়ম। 




কোরবানি দেওয়া পশুর মাংস তিন ভাগে ভাগ করে একভাগ নিজেদের জন্য, এক ভাগ আত্মীয় স্বজন ও একভাগ অসহায় , দুঃস্থ মানুষদের বিতরণ করা হয়। এভাবেই খুশির ঈদ উল আযহায় ইসলাম ধর্মের মানুষ নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেয়। 

প্রতি বছরের তুলনায় গত বছর থেকে ঈদের আনন্দে পড়েছে ভাটা। যার একমাত্র কারণ, করোনা। করোনা সংক্রমণের জেরে গত বছ‍র ঈদের নামাজ ও আনন্দ উৎসব বাড়িতেই পালন করে ইসলাম ধর্মের মানুষ। এমনকি এবছরের ঈদ উল ফিতরের নামাজও ছোট করে করোনা বিধি মেনে পালন করতে হয়েছে। 

আর এবারেও ঠিক তাই। বিধি নিষেধ মেনে ঘরে বসেই বা ছোটো ছোটো আকারে জমায়েত করে পালিত হবে ঈদ।

আর তাই প্রিয়জনদের শুভেচ্ছা জানান digital Greetings দিয়ে। 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code