আবারো অনলাইনে প্রতারনার শিকার  এক যুবতী-অভিনব কায়দায় নিমেষেই গায়েব ৬০ হাজার টাকা 


a sexy girl


দুদিন আগে বিভিন্ন হোম ডেলিভারি অনলাইন কোম্পানির নাম করে প্রতারণা চক্রের আট পান্ডাকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ । এই চক্রের সদস্যরা বিভিন্ন অনলাইন কেনাকাটা সংস্থার গ্রাহকদের সন্ধান করে তাদের বিভিন্ন ভাবে প্রতারণা জাল ছড়িয়ে দেয় আসানসোল শিল্পাঞ্চল জুড়ে । আর সেই জালে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ।ফের এমনই অনলাইন প্রতারণার শিকার হলেন আসানসোল গোপাল পুরের এক যুবতী।

অভিনব কায়দায় দশমিনিট এর মধ্যে তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় তুলে নেওয়া হয়েছে ৬০ হাজার টাকা। ওই যুবতী এবিষয়ে আসানসোল সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।

আসানসোলের গোপালপুরের বাসিন্দা অভিশ্রুতি মাজির অভিযোগ গতকাল একটি ফোন আসে তার কাছে।তিনি একটি অনলাইন কম্পানির থেকে কিছু কেনাকাটা করেছিলেন। সেই সামগ্রী তার বাড়িতে পৌঁছানোর কথা ছিল।কিন্তু তার আগেই সেই পার্সেল নেওয়ার জন্য ফোন করে তাকে।যেহেতু তার অনলাইনে কেনা একটি সামগ্রিক সেদিনই তার বাড়িতে পৌঁছানোর কথা ছিল ঠিক সেই সময়ই কোম্পানির নাম করে তাকে ফোন করা হয় এবং মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করতে বলা হয়। এর পরেই তিনি এনিডেক্স বলে একটা অ্যাপস ডাউনলোড করেন । এরপর থেকে প্রায় ৬০ হাজার টাকা তার একাউন্ট থেকে দফায় দফায় কেটে নেওয়া হয় বলে অভিযোগ ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে অনলাইন কেনাকাটার জন্য যেসব সংস্থা গুলি রয়েছে সেইসব সংস্থাগুলির কারা গ্রাহক রয়েছেন প্রতারকরা সেই সব গ্রাহকদের ডিটেলস সংগ্রহ করছে পরে সেই সব গ্রাহকদের বাড়িতে বিভিন্ন ধরনের লটারি পাওয়ার চিঠি পাঠাচ্ছেন, অথবা তাদের সরাসরি ফোন করে সেই কোম্পানি সামগ্রী ডেলিভারি দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলছে সাধারণ গ্রাহকদের। স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে অনলাইন কেনাকাটা ও সেই সব সামগ্রী বিভিন্ন বাড়িতে ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে আতঙ্ক ছড়িয়েছে ।