Latest News

6/recent/ticker-posts

Ad Code

মন্দির থেকে শিবলিঙ্গ চুরি, চাঞ্চল্য এলাকাজুড়ে

মন্দির থেকে শিবলিঙ্গ চুড়ি, চাঞ্চল্য এলাকাজুড়ে 




বর্ধমান শহরের মন্দির থেকে শিবলিঙ্গ চুড়ির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানের ঝাপনতলা এলাকায়।পুলিয়েও উদ্ধার করা যায়নি শিবলিঙ্গর।


বর্ধমান শহরের ২৭নম্বর ওয়ার্ড ঝাপান তলা এলাকায় শিব মন্দির থেকে পাথরের শিবলিঙ্গ চুড়ির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শহরের ঝাপান তলা এলাকায় ।বুধবার সকাল থেকেই এলাকায় চাঞ্চ‍ল‍্য ছড়ায় এই নিয়ে।যদিও এই শিব লিঙ্গ কে বা কারা চুড়ি করছে এখনো পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।


এলাকাবাসী জানান প্রায় ৭০বছরের পুরোনো এই শিবলিঙ্গ ছিলো এখানে।প্রতিদিন সকলে এই শিবলিঙ্গ পুজো অঞ্চনা করেন। আজ সকালে স্থানীয় বাসিন্দারা পূজো দিতে এসে দেখেন মন্দিরে শিবলিঙ্গ নেই।এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। 


স্থানীয় বাসিন্দারা বলেন এরকম ঘটনা এর আগে কনোদিন ঘটেনি এই প্রথম ঘটলো ।এলাকার মানুষজন খোঁজা খুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি । এলাকার মানুষের কাছ থেকে জানা যাচ্ছে পুলিশ খবর দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code