Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার তৃতীয় ঢেউ আসছে কবে? কি জানালো ICMR?

করোনার তৃতীয় ঢেউ আসছে কবে? কি জানালো ICMR?




করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় আতঙ্কিত। এই মুহুর্তে কবে আসবে করোনার তৃতীয় ঢেউ? কিভাবে সুরক্ষিত থাকা যাবে তা নিয়েই চিন্তিত সকলেই। এই পরিস্থিতির মাঝেই এবার করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাব‍্য সময় জানালো আইসিএমআর।


পুজোর আগে করোনার তৃতীয় ঢেউ আসবে না, আগামী বছরের শুরুতেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানাচ্ছেন আইসিএমআর-এর কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডা: এনকে অরোরা। 


সরকারি প্যানেলে তিনি উল্লেখ করেন, ICMR-র তরফে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে এখনও হাতে সময় রয়েছে ৬ থেকে ৮ মাস। এই সময়টা নষ্ট করলে চলবে না, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে হবে। 


পরের বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। সেই সময়েই মধ্যে দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। ১২ থেকে ১৮ বছরের বয়সে শিশুদের টিকাকরণের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের টিকাদানের কাজ সম্পূর্ণ করতে হবে বলেই অভিমত তাঁর। 


তিনি আরও বলেন, দেশে জাইডাস ক্যাডিলার টিকার পরীক্ষামূলক প্রয়োগ প্রায় শেষ। সব ঠিকঠাক থাকলে জুলাইয়ের শেষ ও আগস্টের শুরু থেকে আরও বেশি সংখ্যায় মানুষের টিকাকরণ করা সম্ভব হবে বলে জানান তিনি। আর এই টিকাকরণ ড্রাইভের আওতায় থাকবে শিশুদের একটি অংশ এমনটাই জানাচ্ছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code