Latest News

6/recent/ticker-posts

Ad Code

সর্বভারতীয় সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়ে কি প্রতিক্রিয়া অভিষেক বন্দোপাধ‍্যায়ের?

সর্বভারতীয় সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়ে কি প্রতিক্রিয়া অভিষেক বন্দোপাধ‍্যায়ের 





শনিবার তৃণমূল ভবনে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। বাংলায় বিপুল জয়ের পর তৃণমূল শীর্ষ নেতৃত্বের প্রথম বৈঠকেই এই গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজ‍্য যুব সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিষেক। সেই পদে দায়িত্ব পেলেন অভিনেত্রী সায়নি ঘোষ। 




সর্ব ভারতীয় সাধারন সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর অভিষেক লিখেছেন, ‘আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তাতে আমি কৃতজ্ঞ। সমস্ত প্রতিকূলতা সত্বেও দলের যে সমস্ত কর্মীরা বাংলাকে জেতাতে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি সবাইকে নিশ্চিত করছি যে আগামীকে দলের কাজে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেশের প্রতিটি কোণে পৌঁছতে চেষ্টার কোনও খামতি হবে না আমার। আমি দলের সমস্ত বরিষ্ঠ সদস্যদের নতমস্তকে শ্রদ্ধা জানাই যারা সমস্ত প্রতিকূলতা সত্বেও দল ও দলের মূল্যবোধে অবিচল থেকেছেন।’




বিধানসভায় বিপুল জয়ের পর অভিষেক বন্দোপাধ‍্যায়ের দায়িত্ব আরো বাড়িয়ে দেওয়া হল। বাংলার পর আগামীতে কেন্দ্রের মসনদে বসতে কোমড় বাঁধছে তৃণমূল কংগ্রেস তাই এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ইতিমধ‍্যে মমতা বন্দোপাধ‍্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে টুইটার জুড়ে হ‍্যাশট‍্যাগ শুরু হয়ে গিয়েছে। ফলে কার্যত সর্বভারতীয় স্তরে নিজেদের জায়গা শক্ত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code