ভ‍্যাকসিন নিলেই উপহার মিলবে গাঁজা! 



করোনার ভয়াল গ্রাস থেকে বাঁচতে একমাত্র ভরসা ভ‍্যাকসিন। তবে বহু ক্ষেত্রেই সাধারণ মানুষের ভ‍্যাকসিন নিতে অনীহা দেখা দেওয়ায় মানুষকে ভ‍্যাকসিন নিতে আগ্রহী করতে পুরষ্কারের ব‍্যবস্থা করা হয়েছে। এর আগে আমেরিকার একাধিক জায়গা ভ‍্যাকসিন নিতে আগ্রহী করতে মদ, রাইফেল সহ একাধিক পুরষ্কার ঘোষনার নজির আছে। ট্রাক, রাইফেল, শটগানের পাশাপাশি ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক পুরস্কারেরও ঘোষণা করেছে সরকার। দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে ৫০০,০০০ মার্কিন ডলার। আর এবার গাঁজা। 



এবার ভ‍্যাকসিন নিলেই উপহার বাবদ মিলতে পারে গাঁজা এমনটাই ঘোষনা করেছে ওয়াশিংটন। আমেরিকার যেসব অঙ্গরাজ্যে গাঁজা বৈধ, সেরকমই এক অঙ্গরাজ্যে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেয় প্রশাসন। জানায়, করোনার ভ্যাকসিন নিলেই মিলবে প্রি রোলড জয়েন্ট।




জানা যাচ্ছে, ওয়াশিংটনে প্রাপ্তবয়স্কদের মধ্যে টিকা নিয়েছেন কেবলমাত্র ৫৪ শতাংশ মানুষ। নাগরিকদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করতে চাইছে এর আগে বিয়ারের টোপ দিয়ে টিকাকরণে জোয়ার আনতে চেয়েছিল প্রশাসন। সেসময় ঘোষণা করা হয়েছিল, ২১ বছরের ঊর্ধ্বে যারা টিকা নিয়েছে তারা সকলেই বিনামূল্যে মদ পাবে। আর এবার ঘোষণা করা হল, টিকা নিলেই রেডিমেড রোল করা গাঁজার জয়েন্ট মিলবে।