উচ্চ প্রাথমিকে তালিকা প্রকাশ হয়েছে, ইন্টারভিউ কবে?



ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে কমিশন। কিন্তু কবে থেকে আরম্ভ হচ্ছে ইন্টারভিউ? তালিকা প্রকাশ হলেও দেওয়া হয়নি ইন্টারভিউয়ের তারিখ ফলে এক প্রকার চিন্তা বেড়েছে সফল প্রার্থীদের।


এর আগে অনলাইনে ইন্টারভিউ-য়ের কথা শোনা গেলেও সূত্রের খবর করোনার জেরে জারি বিধি নিষেধ শিথিল হলেই অফলাইনেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ নিতে চাইছে শিক্ষা দফতর।


এর আগে অনলাইনে ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমান পরিকাঠামোতে অনলাইনে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয় বলে মনে করছেন স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা। তাই অফলাইন ইন্টারভিউয়ের উপরই ভরসা রাখতে চাইছে কমিশন।


সোমবার নবান্ন থেকে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। সেই মতো উচ্চ প্রাথমিকে মোট ১৪,৩৩৯ টি শূন্য পদের জন্য ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে। তবে এই তালিকা ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক।


সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যে ফের আদালতে যাওয়ার পোস্ট দেখা যাচ্ছে। উঠছে অস্বচ্ছতার অভিযোগ। চাকরিপ্রার্থীদের অভিযোগ, ইন্টারভিউয়ের তালিকায় নাম ওঠার কাট-অফ বা ন্যূনতম যোগ্যতার বেশি যোগ্যতা থাকলেও তালিকায় নাম নেই অনেক প্রার্থীর। নেই প্রাপ্ত নম্বরও। তা নিয়ে ফের নতুন বিতর্কের মুখে পড়তে পারে উচ্চ প্রাথমিক নিয়োগ?