শীঘ্রই আসছে তুফান 




খুব শীঘ্রই আসছে তুফান। না না এ সেই তুফান নয়। এতো সিনেমা জগতের তুফান। ফারহান আকতার অভিনীত সিনেমা তুফান। বহু প্রতীক্ষার পর অবশেষে জানা গেল মুক্তির দিন। যার অপেক্ষায় আপামর ফারহান ভক্তরা। আগামী জুলাই মাসেই মুক্তি পাবে ‘তুফান’ । গতবছর প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার। আর সেই থেকেই চলছে অপেক্ষা। অবশেষে অপেক্ষার অবসান। 




গতবছর প্রকাশ্যে আসা ছবির পোস্টারে দেখা গিয়েছিল বক্সিং রিং-এ মধ্যে নায়ক। সেই থেকে ফারহানের ভক্তরা দিন গুণছেন। সোশ্যাল মিডিয়ায় ফারহান ‘তুফান’ ছবির একটি পোস্টার পোস্ট করে লেখেন, ১৬ জুলাই মুক্তি পাবে ছবিটি। 



করোনা সংক্রমণের জেরে সব সিনেমাই মুক্তি পাচ্ছে ওটিটি প্ল‍্যাটফর্মে। এবার তুফান সিনেমাও মুক্তি পাবে ওটিটিতেই। জানা গিয়েছে, অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ‘তুফান’। 



ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে ফারহান আখতার। একজন খেলোয়াড় হিসেবেই দেখা যাবে ফারহানকে। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত স্পোর্টস ড্রামা এই ছবি। ‘তুফান’ ছবিতে ফারহান একজন বক্সারের চরিত্রে অভিনয় করবেন। এর আগে ২০১৩ সালে মুক্তি পাওয়া ভাগ মিলখা ভাগ ছবিতে মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করেছিলন ফারহান। 



এর আগে ২১ মে ওয়েবে মুক্তির কথা ছিল। নানা কারণে, সেদিও মুক্তি পায়নি ছবি। তবে, শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ১৬ জুলাই মুক্তি পাবে তুফান।


এদিকে তথ্যচিত্র ‘অ্যাংরি ইয়ং ম্যান’ প্রযোজনার দায়িত্ব নিতে চলেছেন ভাইজান। সঙ্গে থাকবেন ফারহান আখতার ও জোয়া আখতার। তিনজনের প্রযোজনায় তৈরি হবে তথ্যচিত্র