Latest News

6/recent/ticker-posts

Ad Code

SBI গ্রাহকদের জন‍্য বিশেষ সতর্কবার্তা, না করলে লেনদেনে পড়তে পারেন সমস‍্যায়

SBI গ্রাহকদের জন‍্য বিশেষ সতর্কবার্তা, না করলে লেনদেনে পড়তে পারেন সমস‍্যায় 




ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্ক স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ৪৪ কোটি গ্রাহককে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গ্রাহকদের প্রত‍্যেকের আধার কার্ডের সাথে প‍্যান কার্ডের লিঙ্ক করা বাধ‍্যতামূলক। আর এই মর্মেই সতর্কীকরণ করেছেন ব‍্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের অ্যালার্ট করে জানানো হয়েছে, ৩০ জুনের আগে আধার ও প্যান লিঙ্ক না করা থাকলে লেনদেনে সমস্যা হতে পারে ৷



ব‍্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আধার ও প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ আধার ও প্যান লিঙ্ক না করা হলে প্যান কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ফলে অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের ৷ পাশপাশি জানিয়ে দেওয়া হয়েছে, প্যান ও আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন ৷ আরো জানানো হয়েছে, ‘আমরা আমাদের গ্রাহকদের প্যান ও লিঙ্ক করার পরামর্শ দিচ্ছি যাতে তাদের ব্যাঙ্কিং পরিষেবায় কোনও সমস্যা না হয়’ ৷


কেন্দ্রের তরফে ২০১৭-র জুলাইয়ে আধার ও প‍্যান কার্ড লিঙ্ক করার ঘোষনা করে। এরপর একে একে একাধিকবার ডেডলাইন বাড়িয়ে দেয় কেন্দ্র। ৩০শে জুন পর্যন্ত প‍্যান-আধার লিঙ্কের শেষ তারিখ জানিয়ে দিয়েছে কেন্দ্র। তার আগে গ্রাহকদের সমস‍্যামুক্ত করতে অ্যালার্ট দিচ্ছে স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code