Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলের নীল জলে নীলপরি বেশে অন্তঃসত্ত্বা নুসরত

পুলের নীল জলে নীলপরি বেশে অন্তঃসত্ত্বা নুসরত



বরাবরই এখন খবরের শিরোনামে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। নিখিল জৈনের সাথে বিবাহ বিচ্ছেদ, কার্যত তাঁর দাবি বিয়ে নয় লিভ ইনে ছিলেন, যশ দাসগুপ্তের সঙ্গে নয়া রসায়নের গুঞ্জনের মাঝেই নুসরতের মা হওয়ার খবর খবরের শিরোনামে রেখেছিল তাঁকে। যা নিয়ে একখনও আলোচনার কেন্দ্র বিন্দু নুসরত।




বরাবরই সোশ্যাল হ্যান্ডেলে সক্রিয় নুসরত। তাঁর সোশ্যাল হ্যান্ডেল দেখলেই বোঝা যায় মাতৃত্বকে তিনি বেশ ভালোই উপভোগ করছেন। বাইরের গুঞ্জন, বিতর্ককে উপেক্ষা করে পুরো দমে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছেন অভিনেত্রী।






সুইমিং পুলের জলে নেমে মস্তিতে ব্যস্ত নুসরত ফটোশ্যুটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন নুসরত । পুলের নীল জলে, আর নীল পোশাকে নীলাম্বরি হয়ে ধরা দিয়েছেন, নজর কেড়েছে অভিনেত্রী মেকআপ। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে নুসরত লিখেছেন, No Risk • No Story।


হাজারো সমালোচনা ও বিতর্কের মাঝে নুসরত যে নিজেকে আরও দৃঢ়ভাবে গড়ে তুলছেন, তা তাঁর সাময়িক সোশ্যাল মিডিয়া পোস্টেই ক্রমাগত স্পষ্ট হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code