৫ বছরের নিচের শিশুদের মাস্ক দরকার নেই, একগুচ্ছ নতুন নির্দেশিকা কেন্দ্রের 








করোনা কড়াল গ্রাসে যখন মাস্ক পড়া একটি প্রধান বিধির মধ‍্যে একটি তখন পাঁচ বছরের কম শিশুদের মাস্ক পড়া বাধ‍্যতামূলক নয় এমনটাই পরামর্শ দিয়েছে ডিজিএইচএস। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অধীনে থাকা ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের (ডিজিএইচএসে) পক্ষ থেকে করোনাকালে শিশুদের ক্ষেত্রে কী কী নিয়মনীতি প্রযোজ্য হবে তাঁর সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে।




ডিজিএইচএসের পক্ষ থেকে বলা হয়েছে- 

পাঁচ বছরের নিচের শিশুদের মাস্ক পরানোর দরকার নেই

ছয় থেকে ১১ বছরের শিশুদের ক্ষেত্রে মাস্ক পরানো যেতে পারে। 

অভিভাবকদের শিশুর শারীরিক অবস্থার বাড়তি খেয়াল রাখতে হবে‌। 

চিকিৎসকের সঙ্গে স্বাস্থ্য নিয়ে আলোচনার ভিত্তিতে তাদের মাস্ক পরানোর বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।  

১৮ বছরের নিচের শিশুদের শরীরে অ্যান্টি ভাইরাল ড্রাগ রেমডিসিভির প্রয়োগে না করা হয়েছে।



গোটা দেশ ক্রমশ কাটিয়ে উঠছে করোনার দ্বিতীয় ধাক্কা। সঙ্গে আশঙ্কা কোভিডের তৃতীয় ধাক্কার। সেখানে শিশুদের বাড়তি প্রভাবিত হওয়ারও আশঙ্কা করছে একাধিক মহলে। এর মাঝেই ডিজিসিএ-র এই সংশোধিত নির্দেশিকা।