Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবারে দুয়ারে ব‍্যাঙ্ক, ঘরে বসেই পাবেন SBI -র একাধিক পরিষেবা

এবারে দুয়ারে ব‍্যাঙ্ক, ঘরে বসেই পাবেন SBI -র একাধিক পরিষেবা 





করোনা আবহে দুয়ারে ব‍্যাঙ্ক। এবার এই পরিষেবা চালু করলো দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্ক স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া।করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা বাগে আসলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখেই ডোরস্টেপ ব্যাঙ্কিং অর্থাৎ ব্যাঙ্কের কাজ ঘরে বসেই চালু করলো এসবিআই। 



এসবিআইয়ের এই নতুন পরিষেবা বিভিন্ন পিক-আপ, ডেলিভারি সার্ভিসের ঘরে বসেই পাওয়ার সুবিধা করে দেবে।



চেক, ড্রাফট, পে অর্ডার, থেকে নতুন চেক বুক, রিকুইজিসন স্লিপ, আইটি চালান, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রিকোয়েস্টের মতো পিক আপ সার্ভিসেস পৌঁছে যাবে গ্রাহকদের ঘরের দরজায়।



ড্রাফট, পে অর্ডার থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, টিডিএস, ফর্ম সিক্সটিন বা গিফট কার্ড, সমস্ত ডেলিভারি সার্ভিসও এবার এই সার্ভিসেসের আওতায়।



ক্যাস উইথড্রল থেকে পেনশনারদের জন্য ডিজিট্যাল লাইফ সার্টিফিকেটও ঘরে বসেই মিলবে।


ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস পেতে রেজিস্টার করতে হবে। এজন্য দুটি টোল ফ্রি নম্বর হল প্রথমটি 18001213721 ও আর একটি 18001037188।



ডোরস্টেপ ব্যাঙ্কিং মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছে গ্রাহকদের রেজিস্ট্রেশন ও বাকি কাজের সুবিধা পেতে সাহায্য করার জন্য।




ডোরস্টেপ ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জানতে bank.sbi/dsb ওয়েবসাইটে ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code