Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোনা জয়ে হ‍্যাট্রিক, বিশ্ব র‍্যাঙ্কিং-য়ে শীর্ষে দীপিকা কুমারী

সোনা জয়ে হ‍্যাট্রিক, বিশ্ব র‍্যাঙ্কিং-য়ে শীর্ষে দীপিকা কুমারী 





ফ্রান্সের (France) প্যারিসে (Paris) অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপের (Archery World Cup) স্টেজ থ্রি-র রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে জিতে ইতিহাস গড়লেন ভারতের তিরন্দাজ দীপিকা কুমারী (Deepika Kumari) । ৬-০ ব‍্যবধানে রাশিয়ার (Russia) এলেনা ওসিপোভাকে হারিয়ে চলতি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক করে ফেললেন তিনি। 




শুধু তাই নয় তিরন্দাজ বিশ্ব র‍্যাঙ্কিং-য়ে উঠে এলেন শীর্ষে। সোমবার নয়া র‍্যাঙ্কিং প্রকাশিত হয় আর তাতে সকলকে টপকে শীর্ষ স্থান দখল করে দীপিকা। এর আগে রবিবার প্যারিসে অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপে জোড়া সোনা পেয়েছিলেন দীপিকা কুমারী। 




দীপিকার এই সাফল‍্যে খুশি সকলেই। ইতিমধ্যে দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। ভারতীয়রাও দীপিকার সাফল্যের পর তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ইতিমধ‍্যে টোকিও অলিম্পিকে (Tokyo Olimpic) যাওয়ার ভিসা পেয়েছে দীপিকা। এহেন সাফল‍্য দেখে বিশেষজ্ঞরা মনে করছে তিরন্দাজ থেকে একটা পদক ভারতের ঝুলিতে আসতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code