যতটা তাড়াতাড়ি সম্ভব উপনির্বাচন হোক, প্রধানমন্ত্রীকে অনুরোধ মমতার 









কমেছে সংক্রমণ আগামী দশ দিনে সংক্রমণ আরও কমে যাবে প্রায় ১ থেকে ২ শতাংশে র মধ্যে চলে আসবে। এই পরিস্থিতিতে যতটা তাড়াতাড়ি সম্ভব উপনির্বাচন করা উচিত বলেই মনে করছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,' উপনির্বাচন অনেকগুলি কেন্দ্রে বাকি। আমরা চাইব উপনির্বাচন হয়ে যাক। ৭ দিন প্রচারের জন্য দেওয়া হোক। সকাল ১০ থেকে ৭টা পর্যন্ত প্রচারের  সময় দিলেই হয়ে যাবে। এর চেয়ে বেশি নিতে চাই না।'

ফের এদিন করোনা সংক্রমণে আট দফা নির্বাচন নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর কথায় আট দফার নির্বাচন একসঙ্গে করলে এতটা সংক্রমণ বাড়ত না। তাঁর কথায়,' প্রথম দফার নির্বাচনে সংক্রমণ হার ছিল ২-৩ শতাংশ। বাড়তে বাড়তে পঞ্চম থেকে অষ্টম দফায় এটা চলে গিয়েছিল ৩৩ শতাংশে। আট দফা নির্বাচনের সময় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। ৩৩ শতাংশ থেকে আমরা ৩.৬১ শতাংশে নামিয়ে এসেছি। অনেক রাজ্যে জনঘনত্ব কম। আমাদের অনেক বেশি। বিধিনিষেধ চললেও অনেক কনটেনমেন্ট জোন করা হয়েছে। অনেক জেলা কমিয়েছে সংক্রমণ। দার্জিলিং একটু বেশি আছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, বাঁকুড়ার মতো কয়েকটা জেলায় একটু বেশি আছে।'

মুখ্যমন্ত্রী বলেন,'উপনির্বাচন যতটা তাড়াতাড়ি সম্ভব করা উচিত। কারণ কোভিড পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ৭ দিন প্রচারের সময় দিয়ে করতে পারে। বেশি সময় দেওয়ার দরকার নেই। মুর্শিদাবাদের ২টি আসনে নির্বাচন বাকি। প্রায় ৭টি আসনে নির্বাচন বাকি। আমরা অপেক্ষা করছি।'

সাংবাদিক বৈঠকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়

সাংবাদিক বৈঠকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়

Posted by Sangbad Ekalavya on Wednesday, June 23, 2021