Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনায় কর্মহীন বর্ধমান স্টেশনের কুলিরা

করোনায় কর্মহীন বর্ধমান স্টেশনের কুলিরা




প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 


করোনায় কর্মহীন হয়ে পড়লো বর্ধমান স্টেশনের ৪৫ জন সরকারী অনুমোদিত কুলি।রোজগার পাতি না হওয়ায় দুসচিন্তায় তারা।সরকারকে জানিয়েও হয়নি কোনো লাভ অভিযোগ কুলিদের। 



বর্ধমান রেলস্টেশনে (Burdwan Rail Station) বর্তমানে সরকারি অনুমোদিত কুলির সংখ্যা ৪৫।বর্তমানে করোনা সংক্রমণের কারনে প্রায় দের বছর ধরে বন্ধ হয়ে আছে কাজ কর্ম। বর্তমানে কাজ কর্ম সেরক ভাবে না থাকায় ছেলে সংসার নিয়ে একপ্রকার অনাহারে দিন কাটাচ্ছে এই বর্ধমান রেল স্টেশনের কুলি দের।




কুলিরা জানিয়েছেন এই বিষয়ে সরকার কে জানিয়ে ও কোন কাজ হচ্ছে না।করোনা কালে এই কর্মরত কুলিদের পাশে দাঁড়ানোর দাবী বর্ধমান রেলস্টেশনের কুলিদের।বর্ধমান রেলস্টেশনের কর্মরত কুলি রাজিব কুমার বলেন কভিড ১৯ এর কারনে প্রায় দের বছর ধরে ট্রেন বন্ধ হয়ে আছে।করোনা কালে লোকাল ট্রেন না চলায় বর্তমানে রোজগার পাতি বন্ধ হয়ে আছে।অন্যসময়ে তিনশো চারশো টাকা হলে এখন তা দাড়িয়েছে ৫০ থেকে ১০০ টাকা।


কুলি কারু রায় বলেন করোনা কালে রোজগার পাতি একদমি নেই। সরকার কুলি হিসেবে আমাদের পরিচয় পত্র দিলেও শুধু মাত্র পোশাক ছাড়া আর কিছুই দেয়না।লালু প্রসাদ ইয়াদবের আমলে রেলের কুলিদেরকে ডি গ্রুপে কাজে নিয়োগের আলোচনা হলেও বর্তমানে তা বন্ধ।রেলের ডি গ্রুপে চাকরির দাবি রেখে ফের কেন্দ্রসরকারের কাছে আবেদন করবেন বলে বর্ধমান রেলস্টেশনের কুলিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code