বেসুরো! এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক রাজীব বন্দোপধ‍্যায় 





কয়েকদিন আগেই দলের বিরুদ্ধে মুখ খুলেছেন মুকুল পুত্র শুভ্রাংশু। জনগণের রায়ে নির্বাচিত সরকারের সমালোচনা না করে নিজের দলের আত্ম সমালোচনার বার্তা দিয়েছেন শুভ্রাংশু। আর এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক রাজীব বন্দোপাধ‍্যায়। রাষ্ট্রপতি শাসন নিয়ে দলেরই ভিন্ন সুরে বিস্ফোরক বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। 




এদিন সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে একটি পোস্ট করে রাষ্ট্রপতি শাসন নিয়ে দলের উল্টো সুরে তিনি লেখেন, ‘কথায় কথায় দিল্লি, ৩৫৬ ধারার জুজু দেখালে চলবে না। ৩৫৬ ধারা জারির জুজু দেখালে ভালভাবে নেবে না বাংলা। বিপুল জনসমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে জুজু দেখালে চলবে না।’ 




তিনি আরো লিখেছেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে দুর্যোগ বিধ্বস্ত বাংলার পাশে থাকুন। সবার ইয়াস-করোনায় বিপর্যস্ত বাংলার পাশে থাকা উচিত।’ 

রাজীব বন্দোপাধ‍্যায়ের এই মন্তব‍্য ঘিরে এই মুহুর্তে তোলপাড় নেট দুনিয়া। 



বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব বন্দোপাধ‍্যায়। প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জয় পাননি তিনি। তারপর তাঁকে আর পাওয়া যায়নি। ভোট পরবর্তী হিংসায় বিজেপি নেতাদের সমালোচনায় অংশ নিলেও পাওয়া যায়নি রাজীবকে। ফলে দল থেকে দূরত্ব তেরি হয়েছে তা বোঝাই যাচ্ছিল আর এদিন এই পোস্ট তা আরো ভালো করেই বুঝিয়ে দিল।