Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধোনিকে টপকে এশিয়ার প্রথম ক্যাপ্টেন হিসেবে দুরন্ত রেকর্ড গড়েন বিরাট

ধোনিকে টপকে এশিয়ার প্রথম ক্যাপ্টেন হিসেবে দুরন্ত রেকর্ড গড়েন বিরাট





টেস্ট চ‍্যাম্পিয়ানের ফাইনালে খেলতে নেমেই ধোনিকে টপকে অনন‍্য নজির গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল‍্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে নেতৃত্ব দিতে নামা মাত্রই ভারত অধিনায়ক হিসেবে সর্বকালীন রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় হিসেবেই নয় এশিয়ার প্রথম ক্যাপ্টেন হিসেবে দুরন্ত রেকর্ড গড়েন বিরাট। সবথেকে বেশি টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়লেন তিনি। 




এতদিন সবথেকে বেশি টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড যুগ্মভাবে কোহলি ও ধোনির কাছেই ছিল। এদিন নিজের ৬১তম টেস্টে নেতৃত্ব দিতে নেমে ধোনিকে টপকে গেলেন কোহলি। তৃতীয় স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি ভারতকে ৪৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। আজহারউদ্দিন ও গাভাসকর ভারতকে ৪৭টি করে টেস্টে নেতৃত্ব দিয়েছেন।




শুধু তাই নয় এশিয়ার কোনও ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও এখন কোহলির কাছে। এতদিন সেই রেকর্ড ধোনি ও কোহলি দুজনের কাছেই ছিল। এবার তা একাই পকেটে রাখলেন কোহলি। যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার রণতুঙ্গা ও পাকিস্তানের মিসবা। দু'জনে ৫৬টি করে টেস্টে নিজেদের দেশকে নেতৃত্ব দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code