উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে গভীর ষড়যন্ত্র - প্রমাণ দেখালো দেবাংশু
হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার (State Govt.)। উচ্চ প্রাথমিকে (Upper Primary) প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে আজ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বিচারপতি অভিজিত্ বন্দ্যোপাধ্যায় উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে এই স্থগিতাদেশ জারি করেন। ইতিমধ্যে রাজ্য সরকার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে যা নিয়ম মেনে প্রকাশ করা হয়নি বলে অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে (High Court) ।
সম্প্রতি পুজোর আগে ও পরে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । এরপরেই প্রকাশিত হয় উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা। এই আবহে উচ্চ প্রাথমিকে নিয়োগ তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে যোগ্যদের নাম নেই।
রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং নিয়োগ নিয়ে বারবার দ্বারস্থ হতে হচ্ছে আদালতের। এই ঘটনা কে ষড়যন্ত্র বলে দাবী দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya )। দেবাংশু জানিয়েছে- "আবারও বাংলায় নিয়োগ বন্ধের ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবকদের হাতে চাকরি দেওয়ার চেষ্টা করছেন। তবে একদল রাজনৈতিক দুর্বৃত্তরা আশাবাদীদের স্বপ্নকে হত্যা করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনটি দেখুন। লজ্জা!"
Again a conspiracy to stop recruitment in Bengal. WBgov is trying to hand over jobs to the youth of Bengal. But a group of political miscreants has killed the dreams of the aspirants.
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) June 30, 2021
Look at the conversation of the WhatsApp group. Shame! pic.twitter.com/YOScMCB0Qu
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊