Latest News

6/recent/ticker-posts

Ad Code

একাধিক নতুন মুখ সহ আগামীকাল তৃতীয় তৃণমূল সরকারের ৪৩জন মন্ত্রীর শপথ

একাধিক নতুন মুখ সহ আগামীকাল তৃতীয় তৃণমূল সরকারের ৪৩জন মন্ত্রীর শপথ


কলকাতা 

একুশের নির্বাচনে বিপুল সিটে জয়লাভ করে বাংলার মসনদ দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। গত ৫ই মে তৃতীয়বারের মতন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শপথ গ্রহণের পরেই বাংলায় করোনা মোকাবিলা ও ভোট পরবর্তী হিংসা দমন নিয়ে কাজে লেগে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বিধায়করাও বিধানসভায় শপথ নিয়েছেন। হয়েছে স্পিকার নির্বাচন। এবার, মন্ত্রীসভা গঠনের পালা। আগামীকাল সোমবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন।




তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রী সভায় রয়েছে একাধিক চমক। মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর ,অখিল গিরি, রত্না দে নাগ, বালুচিক বারিক, শিউলি সাহার মতন একাধিক নতুন মুখ রয়েছে তালিকায়। তালিকায় পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ ও প্রতিমন্ত্রী ১৯। এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। মোট ৪৩জন শপথ নিতে চলেছেন আগামীকাল।



দেখে নেওয়া যাক তালিকা-

পূর্ণমন্ত্রী
  • সুব্রত মুখোপাধ্যায়
  • পার্থ চট্টোপাধ্যায়
  • অমিত মিত্র
  • সাধন পাণ্ডে
  • জ্যোতিপ্রিয় মল্লিক
  • বঙ্কিমচন্দ্র হাজরা
  • মানস ভুঁইয়া
  • সৌমেন কুমার মহাপাত্র
  • মলয় ঘটক
  • অরূপ বিশ্বাস
  • শোভনদেব চট্টোপাধ্যায়
  • ব্রাত্য বসু
  • পুলক রায়
  • শশী পাঁজা
  • উজ্জ্বল বিশ্বাস
  • অরূপ পায়
  • রথীন ঘোষ
  • ফিরহাদ হাকিম
  • চন্দ্রনাথ সিনহা
  • গুলাম রব্বানি
  • বিপ্লব মিত্র
  • জাভেদ আহমেদ খান
  • স্বপন দেবনাথ
  • সিদ্দিকুল্লা চৌধুরী



স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
  • অখিল গিরি
  • চন্দ্রিমা ভট্টাচার্য
  • রত্না দে নাগ
  • সন্ধ্যারানি টুডু
  • বুলু চিক বারিক
  • বেচারাম মান্না
  • সুব্রত সাহা
  • হুমায়ুন কবীর
  • সুজিত বোস
  • ইন্দ্রনীল সেন


প্রতিমন্ত্রী
  • দিলীপ মণ্ডল
  • ইয়াসমিন সাবিনা
  • অধিকারি পরেশ চন্দ্র
  • মনোজ তিওয়ারি
  • বীরবাহা হাঁসদা
  • জ্যোৎস্না মান্ডি
  • আখরুজ্জামান
  • শিউলি সাহা
  • শ্রীকান্ত মাহাতো

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code