Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ বড়জোড়া ও সোনামুখীতে

তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ বড়জোড়া ও সোনামুখীতে





রঞ্জিত ঘোষ, বাঁকুড়া,17মে:


সোমবার নারদা কান্ডে অভিযুক্ত রাজ্যে তৃণমূল কংগ্রেসের চার প্রভাবশালী তথা মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ,সুব্রত মুখার্জী এবং ফিরহাদ হাকিমকে গ্রেফতার করে সিবিআই। এবং এই গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃনমূল কংগ্রেসের তরফে চলছে বিক্ষোভ কর্মসূচি। আর এই বিক্ষোভ কর্মসূচি পালন করতে এবার পথে নামল বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার বড়জোড়া এবং সোনামুখী পৌরশহরের তৃণমূলের কর্মী সমর্থকরা। 


সোমবার সোনামুখী পৌরশহরের চৌমাথায় একদল তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন। এবং তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে ও রাজ্যপালের বিরুদ্ধে ভিন্ন স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন । এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সোনামুখী থানার পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো । 



সোনামুখীতে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে পা মেলান , সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল , পৌরশহরের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সজল সাহা , সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপন জ্যোতি চট্টোপাধ্যায় , সোনামুখী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কদম লোহার প্রমূখসহ অন্যান্য কর্মী সমর্থকরা ।


পাশাপাশি উল্লেখ্য, বড়জোড়া বিধানসভার নব নির্বাচিত বিধায়ক আলোক মুখার্জীর নেতৃত্বেও বড়জোড়া চৌমাথায় একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । এতে পা মেলান বড়জোড়া তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীসমর্থকরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code