সংক্রমণে রাশ টানতে সচেতনতা প্রচারে নাচকেই হাতিয়ার করলো পুলিশ, ভাইরাল নেটদুনিয়ায় 





দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে সচেতনতাই হাতিয়ার। একদিকে যখন, কোভিড রোগীদের সুস্থ করতে কাজ চালিয়ে যাচ্ছেন ডাক্তার-নার্স-স্বাস্থ‍্যকর্মীরা অন‍্যদিকে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে পুলিশ বাহিনী। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে মানুষকে বোঝানোর, সচেতন করার কাজ করে চলেছেন দেশের পুলিশবাহিনী। নানাভাবে মানুষকে সচেতন বার্তা দিয়ে চলছেন তারা। 




সম্প্রতি বাড়তে থাকা করোনার দাপট থেকে মানুষকে রক্ষা করতে নেচে সচেতন বার্তা প্রচার করলো কেরল পুলিশ। এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়া। ডিপার্টেমেন্টের মিডিয়া পেজ থেকে ছাড়া সেই ভিডিওতে নয় জন পুলিশ অফিসার নিজেদের ইউনিফর্ম পরিহিত মুখে মাস্ক পড়ে একটি গানের তালে নেচে সতর্কতা প্রচার করছে পুলিশ। নাচের তালে তালে বিনোদনের ছন্দে মানুষকে মাস্ক পড়া স‍্যানিটাইজান করা ও এই ভাইরাস থেকে দূরে থাকার উপায় বাতলে দিচ্ছে পুলিশ।





সেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ‍্যাল মিডিয়া। মনে করা হচ্ছে পুলিশের উদ‍্যোগ অনেকটা সচেতন করবে মানুষকে। সোশ‍্যাল মিডিয়া জুড়ে প্রশংসা কুড়োচ্ছে পুলিশ। বিখ্যাত তামিল গান, 'এনজয় এনজামি'র থেকে নেওয়া হয়েছে গানটি।