Latest News

6/recent/ticker-posts

Ad Code

'আমরা সম্পূর্ন লকডাউনকে সমর্থন করি-এই লকডাউন আমরা চাই না'- প্রতিবাদে দুদিন ব্যবসা বন্ধ‌

'আমরা সম্পূর্ন লকডাউনকে সমর্থন করি-এই লকডাউন আমরা চাই না'- প্রতিবাদে দুদিন ব্যবসা বন্ধ‌ 



আজ থেকে করোনা মোকাবেলায়  রাজ্যজুড়ে আংশিক লকডাউন।  নির্দেশ অনুসারে- 

  • বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এবং ৩ টে থেকে ৫ টা পর্যন্ত।
  • আপাতত সব ধরনের জমায়েতে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা।
  • বন্ধ থাকবে সিনেমা হল, শপিং মল, জিম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স।
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে রেস্তোরাঁ, বিউটি পার্লার,স্পা।
  • আংশিক লকডাউন এর আওতায় বাদ ওষুধ মুদিখানা । 

এদিন আংশিক লকডাউনের বিরোধিতা করে জলপাইগুড়ির দিনবাজার ব্যবসায়ী সমিতির কাপড়ের ব্যবসায়ীরা জানালেন- 'আমরা সম্পূর্ন লকডাউনকে সমর্থন করি-এই লকডাউন আমরা চাই না' । 

তাদের কথায়,  ৭ টা থেকে ১০ টায় কীভাবে কাপড়ের ব্যবসা হবে?  অনেক কর্মচারী দূর থেকে আসেন। দোকান সাজাতে ঘন্টাখানেক সময় লাগে। ১০ টার মধ্যে ক্রেতাও আসবে না। এর চেয়ে সম্পূর্ণ লকডাউন ভালো ছিল। 

তাই এই আংশিক লকডাউনের তীব্র বিরোধিতা করে আগামী দুদিন ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

প্রসঙ্গত তারা আরও জানিয়েছেন- "আমরা সরকারের পাশেই আছি। কোভিড বিধিকেউ সমর্থন করি। কিন্তু এই লকডাউনের কোনো মানে হয় না। এর তীব্র বিরোধিতা করেই এই সিদ্ধান্ত।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code