করোনাকালে ফের মানুষের সহযোগিতায় উদ্যোগী সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান
করোনা দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত রাজ্য। সংক্রমণে রাশ টানতে লকডাউন জারি হলেও অব্যাহত সংক্রমণ। বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় এবার মাঠে নামলেন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। এর আগে করোনা আক্রান্তদের হাসপাতালের বেড, অক্সিজেন পাইয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন তিনি এবার আরো এক পদক্ষেপ।
এবার নুসরতের উদ্যোগেই বসিরহাটের এক পলিটেকনিক কলেজ রূপান্তরিত হল সেফহোমে। করোনা আক্রান্ত ব্যক্তি যাঁরা উপসর্গহীন বা কম উপসর্গ রয়েছে এমন ব্যক্তিরা থাকতে পারবেন এই সেফ হোমে। বিনামূল্যে সবরকম চিকিৎসা পাবেন তাঁরা। ইনস্টাগ্রামে নিজেই সেফ হোমের ছবি পোস্ট করে এই খবর দেন অভিনেত্রী।
সেফ হোমের পাশাপাশি বসিরহাটের মানুষদের জন্য খুললেন কমিউনিটি কিচেন। সেখানে সুস্বাস্থ্যকর খাবার মিলবে বলেও জানানো হয়েছে। অভিনেত্রী সাংসদ নুসরত সেই কমিউনিটি কিচেনের ছবি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল হ্যাণ্ডেলে।
চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর ৯০৬৪৬ ৩৪৩৮৩ । এই নম্বরে ফোন করলেই পাওয়া যাবে সবরকম সুবিধা। এমনটাই জানিয়েছেন নুসরত। বসিরহাট শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে শুরু হল এই রোগী সহায়তা কেন্দ্র।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊