Latest News

6/recent/ticker-posts

Ad Code

আপনার হোয়াটসঅ্যাপে কড়া নজর রাখতে শুরু করেছে কেন্দ্র ! জেনে নিন বিশদে

আপনার হোয়াটসঅ্যাপে কড়া নজর রাখতে শুরু করেছে কেন্দ্র ! জেনে নিন বিশদে 


সম্প্রতি ব্যাক্তিগত তথ্য গোপন রাখার বিষয় নিয়ে কেন্দ্রের তরফে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ট্যুইটার নিয়ে কিছু নিয়মনীতি দিয়েছে। এও শোনা যাচ্ছে এই নিয়মনীতি লঙ্ঘন করলে নিষেধাজ্ঞা জারি হতে পারে এগুলির ওপর। এরই মধ্যে একটি মেসেজ ভাইরাল হয়েছে ভুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে। এতে বলা হচ্ছে, কেন্দ্র সরকার আমাদের পাঠানো মেসেজগুলোর ওপর নজর রাখছে। এতদিন দুটি নীল টিক চিহ্ন দেখলে বোঝা যেত অপরপ্রান্তের মানুষটি আমার পাঠানো মেসেজ, ছবি বা ভিডিও দেখেছেন বা পড়েছেন। নতুন ভাইরাল মেসেজটিতে যদিও নতুন কিছু বলা হচ্ছে।


ভুয়ো মেসেজটি বলছে দুটির জায়গায় যদি তিনটে নীল টিক চিহ্ন দেখা যায় তাহলে তার অর্থ সরকারও সেই মেসেজ দেখেছে। যদি দুটো নীল আর একটি লাল টিক হয়, তার অর্থ সরকার প্রেরকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। একটি নীল আর দুটি লাখ টিক হওয়ার মানে সরকার প্রেরকের বিষয়ে সমস্ত তথ্য জোগাড় করছে। আর তিনটেই লাল চিহ্ন মানে সরকার প্রেরকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে।


যদিও PIB Fact Check (@PIBFactCheck) এর তরফে ট্যুইট করে এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে। এসব গুজবে কান দিতেও না করা হয়েছে উক্ত ট্যুইটে। সরকার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেসেজ, ছবি কিংবা ভিডিওতে কোনও রকম নজরদারি করছে না। কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে কিংবা ধর্ম সংক্রান্ত ইস্যুতে উল্টোপাল্টা বার্তা ছড়ায়, তাকে গ্রেপ্তার করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code