আপনার হোয়াটসঅ্যাপে কড়া নজর রাখতে শুরু করেছে কেন্দ্র ! জেনে নিন বিশদে
সম্প্রতি ব্যাক্তিগত তথ্য গোপন রাখার বিষয় নিয়ে কেন্দ্রের তরফে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ট্যুইটার নিয়ে কিছু নিয়মনীতি দিয়েছে। এও শোনা যাচ্ছে এই নিয়মনীতি লঙ্ঘন করলে নিষেধাজ্ঞা জারি হতে পারে এগুলির ওপর। এরই মধ্যে একটি মেসেজ ভাইরাল হয়েছে ভুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে। এতে বলা হচ্ছে, কেন্দ্র সরকার আমাদের পাঠানো মেসেজগুলোর ওপর নজর রাখছে। এতদিন দুটি নীল টিক চিহ্ন দেখলে বোঝা যেত অপরপ্রান্তের মানুষটি আমার পাঠানো মেসেজ, ছবি বা ভিডিও দেখেছেন বা পড়েছেন। নতুন ভাইরাল মেসেজটিতে যদিও নতুন কিছু বলা হচ্ছে।
ভুয়ো মেসেজটি বলছে দুটির জায়গায় যদি তিনটে নীল টিক চিহ্ন দেখা যায় তাহলে তার অর্থ সরকারও সেই মেসেজ দেখেছে। যদি দুটো নীল আর একটি লাল টিক হয়, তার অর্থ সরকার প্রেরকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। একটি নীল আর দুটি লাখ টিক হওয়ার মানে সরকার প্রেরকের বিষয়ে সমস্ত তথ্য জোগাড় করছে। আর তিনটেই লাল চিহ্ন মানে সরকার প্রেরকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে।
যদিও PIB Fact Check (@PIBFactCheck) এর তরফে ট্যুইট করে এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে। এসব গুজবে কান দিতেও না করা হয়েছে উক্ত ট্যুইটে। সরকার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেসেজ, ছবি কিংবা ভিডিওতে কোনও রকম নজরদারি করছে না। কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে কিংবা ধর্ম সংক্রান্ত ইস্যুতে উল্টোপাল্টা বার্তা ছড়ায়, তাকে গ্রেপ্তার করা হবে।
एक वायरल मैसेज में दावा किया जा रहा है कि भारत सरकार द्वारा अब 'नए संचार नियम' के तहत सोशल मीडिया और फोन कॉल की निगरानी रखी जाएगी।#PIBFactCheck: यह दावा फ़र्ज़ी है।
— PIB Fact Check (@PIBFactCheck) May 27, 2021
भारत सरकार द्वारा ऐसा कोई नियम लागू नहीं किया गया है।
ऐसे किसी भी फ़र्ज़ी/अस्पष्ट सूचना को फॉरवर्ड ना करें। pic.twitter.com/mW9LT2W1k4
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊