তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 




রাজভবনে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 




শপথের পর মুখ্যমন্ত্রী বলেন, তার প্রথম কাজ কোভিডকে নাগালে রাখা। বেলা ১২.৩০ কোভিড নিয়ে বৈঠক রয়েছে। যা নিয়ে দুপুর ৩ টের সময় সাংবাদিক বৈঠক করে সবটা জানিয়ে দেওয়া হবে। 

পাশাপাশি তিনি দ্বিতীয় কাজ হিসেবে যেটাকে গুরুত্ব দিচ্ছেন, তা হল ''বাংলায় যেন কোনও অশান্তি না হয় সেদিকটা দেখা হবে। অশান্তি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে''। শান্তি বজায় রাখার আবেদন করেন তিনি। 




লাইভ আপডেট পেতে পেজটি রিফ্রেস করুন 

⇨রাজভবনে উপস্থিত প্রশান্ত কিশোর। এলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। 

⇨রাজভবনে উপস্থিতদের সঙ্গে সৌজন্য বিনিময় মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


⇨উপস্থিত রয়েছেন সুব্রত বক্সি, দেব, অভিষেক বন্দ্যোপাধ্যয়।



⇨উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব।


⇨তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে রাজভবনে পৌঁছালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

⇨কালিঘাটের বাড়ি থেকে বেরোলেন মমতা। রওনা দিলেন রাজভবনের উদ্দেশে।


⇨রাজভবনের থ্রোনরুমে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।


⇨করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে অনাড়ম্বর ও সংক্ষিপ্ত।