৩রা মে থেকে দেশজুড়ে জারি হচ্ছে লক ডাউন?
৩রা মে দেশজুড়ে জারি হচ্ছে ফের লক ডাউন চলবে ২০ই মে পর্যন্ত এমনটাই খবর ছড়িয়েছে নেট পাড়ায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই লক ডাউন জারি হচ্ছে বলে ভাইরাল সংবাদ মাধ্যমের স্ক্রিনশট নেট জুড়ে। এনিয়ে চলছে জল্পনা। আর সেই জল্পনার ঘটল অবসান। এই খবর পুরোটাই ভুয়ো। লকডাউনের এমন কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার।
৩রা মে লকডাউন জারি হচ্ছে বলে পোস্টটিতে দাবি করা হলেও প্রধানমন্ত্রী আগেই স্পষ্ট করেছিলেন লকডাউন সমস্যার সমাধান নয়। তবে অন্তিম বিকল্প। এর আগে, ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি হল দেশে বলেও একটা ভুয়ো টুইট ঘুরেছিল নেটে। পরে প্রেস ইনফরমেশন ব্যুরো সেই পোস্টটিকে ফেক বলেই জানিয়েছিল।
৩রা মে লকডাউন এর এই খবরটিও ভুয়ো খবর। এখনো লকডাউনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে গতবছর কোভিড ভ্যাকসিন ছিল না। দেশে পিপিই কিট, চিকিৎসা পরিকাঠামো না থাকায় লকডাউন করতে হয়েছিল। এবার তেমনটা নয়। লকডাউন শেষ বিকল্প। আপাতত ক্ষুদ্র কনটেনমেন্ট জোনে জোর দিতে হবে। এভাবে লড়তে হবে করোনার সাথে।
सोशल मीडिया पर वायरल हो रहे एक पोस्ट में दावा किया जा रहा है कि केंद्र सरकार ने देश में 3 मई से 20 मई तक सम्पूर्ण लॉकडाउन लगाने की घोषणा की है।#PIBFactCheck: यह दावा #फर्जी है। केंद्र सरकार ने ऐसी कोई घोषणा नहीं की है। pic.twitter.com/Xt93IDnMcc
— PIB Fact Check (@PIBFactCheck) April 30, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊