এবার করোনা মোকাবিলায় মাঠে মিমি, প্রকাশ করলেন হেল্প লাইন নম্বর
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের সাথে সাথে বিপর্যস্ত রাজ্যও। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাড়নোর বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লাইভ এসে এদিন মিমি চক্রবর্তী করোনা কালে মানুষের পাশে দাড়াতে হেল্প লাইন নম্বর প্রকাশ করলেন মিমি। চারিদিকে অক্সিজেন সংকট, সংকট বেডের সোশ্যাল মিডিয়া জুড়েও হাহাকার এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাড়ানোর চেষ্টায় অবতীর্ণ হলেন তিনি।
মিমি বলেন- 'বেড, অক্সিজেন ও ওষুধের জন্য আবরা ব্যবস্থা করব। ফোন করুন হেল্প লাইন নম্বরে। 76880 12811 এটা হল আমাদের হেল্প লাইন নম্বর। আপনারা যে কোনও দরকারে ফোন করুন, আমাদের যথা সাধ্য আমরা চেষ্টা করব। আপনাদের পাশে আছি, আমরা একসঙ্গে লড়ব। সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং অবশ্যই মাস্ক পরুন।'
যাদবপুরের সাংসদ মিমি। যাদবপুরের মানুষদের পাশে দাড়াতে তার এই উদ্যোগ। যেকোনো সময় যেকোনো সমস্যায় এই হেল্পলাইন নম্বরে ফোন করলে পাওয়া যাবে সাহায্য। আগের বার লকডাউনেও সাংসদের মানবিক রূপ দেখেছিলেন সাধারণ মানুষ। আবারও কঠিন সময়ে সকলের পাশে এসে দাঁড়ালেন মিমি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊