BREAKING NEWS: নিম্ন আদালতের জামিনের নির্দেশে স্থগিতাদেশ, বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হাইকোর্টের  




নারদা কাণ্ডে নয়া মোড়! নিম্ন আদালতের জামিনে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। নিম্ন আদালতের জামিন খারিজ করে বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী বুধবার পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে ৪ নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে গিয়েছিল সিবিআই। আদালত জানিয়ে দিয়েছেন, এই চার নেতাকে বুধবার পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে। বুধবার এই মামলার পরবর্তী শুনানি। 


সোমবার সকালে নারদা কাণ্ডে চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। এরপর উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু নিজাম প্যালেস, রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি দীর্ঘ ছয় ঘণ্টা নিজাম প্যালেসে বসে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে এই চার নেতার নামে সিবিআই-য়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। ১৪ দিনের জেল হেফাজত চায়। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে চার নেতার জামিন মঞ্জুর করে। 


এরপরেই, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে চলে শুনানি। হাইকোর্টের নির্দেশেই তদন্ত করছে তারা, কিন্তু এখানে যেরকম পরিস্থিতি তাতে তদন্ত করা সম্ভব নয়, কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে এমনটাই জানায় সিবিআই। এরপরেই নিম্ন আদালতের জামিনে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। নিম্ন আদালতের জামিন খারিজ করে বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে সিবিআইয়ের আবেদন, গ্রেফতারির প্রতিবাদে নিজাম প্যালেসের অফিস ঘেরাও হয়েছে, হুমকি দেওয়া হয়েছে সিবিআইকে। হাইকোর্টের নির্দেশেই তদন্ত করছে সিবিআই, কিন্তু এমন পরিস্থিতিতে তদন্ত সম্ভব নয়, আদালতে এমনটাই জানায় সিবিআই।।