ঐকান্তিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবির

 


সুজিত মন্ডলে, পূর্ব মেদিনীপুর 


আজ ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ ঐকান্তিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে এই শিবিরে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা রক্তদাতার বা ডোনার দিয়ে সাহায্য করে। এই রক্তদান শিবিরে আজ 32 জন ব্যক্তি রক্ত দান করেছেন।


এই সময় সারা পশ্চিমবঙ্গে রক্তের ঘাটতি রয়েছে তা পূরণ করার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে ঐকান্তিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেছেন। করোনা পরিস্থিতির মধ্যে এক কঠিন সময়ে ঐকান্তিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রক্তদান শিবিরের আয়োজন করেছে তাতে অনেকেই সাধুবাদ জানিয়েছে।