মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের বিরুদ্ধে FIR করলেন দিলীপ ঘোষ




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একদিকে সোমবার সকাল থেকেই যখন নারদ কাণ্ডে রাজ্যের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি তখন মেদিনীপুরে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি অভিযোগপত্র রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্রকে পাঠানো হয়েছে। এমনকী, জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনেও এই অভিযোগপত্র পাঠানো হয়েছে বলে খবর।




কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য ও রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে এই দাবি তুলেই অভিযোগ দায়ের করেছেন তিনি। দিলীপ জানিয়েছেন, “ভোটের আগে একাধিক প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছেন মমতা। মহিলাদের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছিলেন। এধরনের একাধিক উসকানি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।”আরও অভিযোগ, “নির্বাচনের পরে রাজ্যজুড়ে তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। এর পিছনেও দলীয় নেত্রীর ইন্ধন রয়েছে।” তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে প্ররোচনামূলক বলে দাবি বিজেপি সাংসদের।


পাশাপাশি দিলীপ ঘোষের কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সংবিধান মেনে কাজ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা হওয়া দরকার। একদিকে সকাল থেকেই নারদাকাণ্ডে নয়া মোড় গ্রেফতার চার হেভিওয়েট যাদের জন্য নিজাম প্যালেসে ধর্নায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিকি বিক্ষোভের খবর পাওয়া গেছে এর মাঝেই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের বিজেপির।