নন্দীগ্রামে শেষ হাসি হাসলেন মমতা বন্দ্যোপাধ্যায় ! কিন্তু পরবর্তীতে সেই জয় নিয়ে ধোঁয়াশা

 নন্দীগ্রামে শেষ হাসি হাসলেন মমতা বন্দ্যোপাধ্যায় 


ANI সূত্রে  খবর জানা যায়

সকাল থেকেই টান টান উত্তেজনায় চলছিল নন্দীগ্রামে। অবশেষে সেই উত্তেজনার অবসান । জয় লাভ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


নির্বাচনের প্রথম থেকেই দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই শুরু হয়েছিল নন্দীগ্রামে। চলেছিল বাক যুদ্ধ। সকাল থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী লিড দিয়ে আসলেও অবশেষে লিড দেওয়া শুরু করেন মমতা। আর শেষমেশ ১২০০ ভোটে জয়ী হলেন মমতা।


West Bengal CM Mamata Banerjee wins Nandigram constituency by 1200 votes, defeating BJP's Suvendu Adhikari.

(File photo) pic.twitter.com/kMzRKcmqJH

— ANI (@ANI) May 2, 2021 >

 'নিজের মেয়ে'র উপরেই আস্থা রাখল নন্দীগ্রাম। ১৬ রাউন্ড শেষেও পরিষ্কার হচ্ছিল না ছবিটা। শেষমেশ হাফ লাখ ভোটে মমতাকে হারানোর যে কথা বলেছিলেন শুভেন্দু তা রাখতে পারলেন না। উপরন্তু, নিজেই হারলেন জমি আন্দোলনের ভূমিতে।  


 নন্দীগ্রামে অপেক্ষাকৃত অচেনা মাটি ছিল সংযুক্ত মোর্চার মীনাক্ষী মুখোপাধ্যায়ের। প্রচারে তিনি সাড়াও ফেলেন। মানুষের নিত্য সমস্যার কথা বারবার তাঁর বক্তব্য তুলে ধরেন। ব্যর্থ তিনিও।


কিন্তু এরপরেই জয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।  


 \


আসছে বিস্তারিত 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ