দিনহাটায় উদয়নের হার, সিতাইয়ে জগদীশ জয়ী
দিনহাটা বিধান সভায় প্রথমে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জিতলেও পড়ে রিকাউন্টিং হয় আর সেই রিকাউন্টং-এ জয় পেল বিজেপি নেতা নীশিথ প্রামাণিক। ৫৭ ভোটে জয় লাভ করেছে নিশীথ।
দিনহাটা বিধানসভায় চলছে রিকাউন্টিং।
আজ বিধানসভা নির্বাচন ২০২১-র ফল ঘোষণা হল। দিনহাটা বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় লাভ করলেন উদয়ন গুহ। অন্যদিকে সিতাই বিধানসভায় জয়লাভ করলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊