একই মাস্ক দীর্ঘদিন ব্যবহারের ফলে হতে পারে ব্ল্যাক ফাঙ্গাস!
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। এই পরিস্থিতিতে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজেশন মূলমন্ত্র। করোনাকে হারানোর লক্ষ্যে দেশবাসী আজ কঠোর ভাবে বিধি নিষেধ পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনার মাঝেই নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। টানা ২-৩ সপ্তাহ ধরে একই মাস্ক ব্যবহারের ফলে শরীরে বাসা বাঁধছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস, এইমসের একদল চিকিৎসকের এমনটাই মত।
এইমসের স্নায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক চিকিৎসক পি শরৎচন্দ্র হালের মতে, অপরিচ্ছন্নতার কারণে এই ছত্রাক জন্মায়। একই মাস্ক একটানা ব্যবহার করলে তাতেও জন্মাতে পারে ছত্রাক। তার থেকে অনায়াসে ছড়াতে পারে ব্ল্যাক ফাঙ্গাস। তাই প্রতিদিন ভাল করে মাস্ক সাবান দিয়ে ধুয়ে নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে একই মাস্কের ব্যবহারের পাশাপাশি হাওয়া চলাচল করে না এমন ঘরে বসবাসের ফলেও শরীরে থাবা বসাতে পারে ব্ল্যাক ফাঙ্গাস।এছাড়া যাঁরা অনিয়ন্ত্রিত স্টেরয়েড ব্যবহার করেন তাঁরাও এই ধরনের ছত্রাকের শিকার হতে পারেন এমনটাই মনে করছেন চিকিৎসকরা।
এইমসের ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়াও মনে করেন কোভিড রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত স্টেরয়েডের ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। তাই কম ব্যবহারই ভাল।শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের হানা রুখতে পরিষ্কার পরিচ্ছন্নতা একমাত্র বিকল্প বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই প্রতিদিন ধোয়া মাস্ক এবং পোশাক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যাঁরা স্টেরয়েড নেন তাঁদের প্রতিদিন রক্তের শর্করার পরিমাণ পরীক্ষা করে দেখার কথাও বলছেন বিশেষজ্ঞরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊