Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক ডাউনের বিধি ভাঙায় ৫৪ জনকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ

লক ডাউনের বিধি ভাঙায় ৫৪ জনকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ





প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 


রাজ্য সরকারের ডাকা লক ডাউন সফল করতে শহরের প্রতিটি এলাকায় চলছে পুলিশি টহলদারি।কোনো কারন বর্তাতে না পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে পথ চলতি মানুষ দের। শহরের স্টেশন মোর, গোলাপ বাগ, নবাব হাট,পার বীরহাটা সহ একাধিক জায়গায় দেখা গেলো একি চিত্র। 


পাশাপাশি বাইক, সাইকেল নিয়ে অকারনে ঘোরাফেরার কারনে আটকে রাখা হলো বাইক, সাইকেল ও টোটো। লক ডাউনের মধ্যে বিধি ভঙ্গের অপরাধে আটক করা হয়েছে ৫৪ জনকে বললেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যান সিনহারায়।


অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন সরকারী নির্দেশকে বাস্তবায়িত করতে বর্ধমান জেলা পুলিশ এবং বর্ধমান ট্রাফিক পুলিশের এই অভিযান চলবে।বিভিন্ন কাজের প্রয়োজনে বাইরে বেরোনো জন্য অনলাইনে এবং থানা থেকে পাশ নিয়ে নেন তাহলে আর তাদেরকে পুলিশি হ্যারাজের মধ্যে পরতে হয়না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code