Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইয়াশে ক্ষতিগ্রস্থ ১ কোটি মানুষ, আকাশ পথে পর্যবেক্ষণে যাবেন মুখ্যমন্ত্রী

ইয়াশে ক্ষতিগ্রস্থ ১ কোটি মানুষ, আকাশ পথে পর্যবেক্ষণে যাবেন মুখ্যমন্ত্রী



ঘূর্ণিঝড় ইয়াশে ক্ষতিগ্রস্থ বাংলা। ভয়াবহ এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে ওড়িশায়। দিঘা ও সুন্দরবন লাগোয়া এলাকায় ক্ষয়ক্ষতি পরিমাণ যথেষ্টই। এছাড়াও দক্ষিনবঙ্গের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। ইয়াসের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা। এরপরেই এদিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


গতকাল রাতভর নবান্নের কন্ট্রোল রুমে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী জানালেন, '১৫ লক্ষ ৮ হাজার ৫০৬ জনে আগেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাতেও ঝড়ে প্রায় ১ কোটি মানুষ ক্ষতির মুখে পড়েছেন। ৩ লক্ষ বাড়ি লক্ষ বাড়ি ক্ষতি হয়েছে'।


মুখ্যমন্ত্রীর জানান, 'রাজ্যে ১৩৮টি বাঁধ ভেঙেছে। জমিতে নোনা জল ঢুকে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে মাছেরও। ত্রাণ শিবিরগুলিতে ১০ লক্ষ ত্রিপল, চাল ও শুকনো খাবার পাঠিয়েছে সরকার'।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code