WB ASSEMBLY ELECTION LIVE UPDATE: মুখোমুখি খন্ডঘোষ বিধানসভার বিজেপি প্রার্থী বিজন মণ্ডল




মুখোমুখি খন্ডঘোষ বিধানসভার বিজেপি প্রার্থী বিজন মণ্ডল







দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জলপাইগুড়ি‌ সদর বিধান‌সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ






সকাল ১১ টা পর্যন্ত ভোটের সামগ্রিক হার  ৩৬.০২ শতাংশ।

ভোটদানের হার সকাল ১১ টা পর্যন্ত

জলপাইগুড়ি -৩৯.২৯

কালিম্পং -৩৪.৬৯

দার্জিলিং -৩৩.৩৩

উত্তর ২৪ পরগনা -৩৩.০৭

পূর্ব বর্ধমান -৩৮.৭০

নদীয়া-৩৭.৪৩



জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার দেমধাপাড়া একটি বুথে ভোটদান না করে রেল গেট তৈরির দাবিতে বিক্ষোভ।ভোট বয়কট করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।এই বুথে ১,১৫০ ভোটার। এখনও পর্যন্ত তিনজন ভোট দিয়েছেন।




মিনাখাঁর তেলেনিপাড়ায় বিজেপির পোলিং এজেন্টকে ‘মারধর’।বুথের মধ্যেই বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ।তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মীদের   মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের।








WB ASSEMBLY ELECTION LIVE UPDATE: মদন মিত্রের সাথে কেন্দ্রীয় বাহিনীর বচসা



আজ পঞ্চম দফায় ভোট। পঞ্চম দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল নেতা মদন মিত্র। দেখুন ভিডিও-

157নম্বর পানডা পাড়া কালিবাড়ি মেশিন একটি খারাপ।ফলে কিছু টা ভিড়




বর্ধমানে বিজেপির এজেন্টকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ