অবশেষে দিনবদল, ঈদের দিনে ভোট নয়, ভোট হবে ১৬ই মে
করোনা সংক্রমণে সংযুক্ত মোর্চার দুই প্রার্থী সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যুর জেরে ভোট প্রক্রিয়া স্থগিত রাখা হয়। এরপর, ১৩ই মে ভোটের দিনক্ষণ স্থির করে কমিশন। কিন্তু ১৩ই মে ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদ- উল- ফিতর।
ঈদের দিন ভোট হওয়ায় বেশ কয়েকটি দল এর সমালোচনা করে। তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেস, বামফ্রন্ট, মিম সহ বেশ কয়েকটি দল দিন বদলের আবেদন করে। অন্যদিকে ঈদের দিন ভোট হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মুসলিম ভোটাররা। এরপর সেই দিন বাতিল করে নতুন দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।
আগামী ১৬ই মে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে হবে ভোট। ফলাফল ঘোষণা হবে ১৯ই মে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সহ বামেরা, এমনকি তৃণমূলও কমিশনে দিন বদলের জন্য আবেদন মেনেই দিনবদল করে ১৬ মে করে দেওয়া হল। কংগ্রেসের তরফে সামশেরগঞ্জের প্রার্থী হিসেবে প্রয়াত রেজাউলের স্ত্রী রোকেয়া খাতুন নির্বাচনে লড়বেন। আর জঙ্গিপুরে আরএসপি প্রার্থী হয়েছেন জানে আলম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊