প্রখ্যাত টিভি সাংবাদিক রোহিত সারদানা [Rohit Sardana] চিরনিদ্রার দেশে চলে গেলেন
প্রখ্যাত টিভি সাংবাদিক রোহিত সারদানা [Rohit Sardana] চিরনিদ্রার দেশে চলে গেলেন। COVID-19 -এ আক্রান্ত ছিলেন তিনি। জি নিউজের সম্পাদক মুখ্যমন্ত্রী সুধীর চৌধুরী একটি টুইটের মাধ্যমে তাঁর অকালমৃত্যুর কথা জানিয়েছেন।
জি মিডিয়ার সাথে দীর্ঘ ও অত্যন্ত সফল সহযোগিতা অর্জনকারী রোহিত সারদানার অকাল এবং শোকাহত মৃত্যু, মিডিয়া জগতকে একেবারে শোকের মুখে ফেলে দিয়েছে।আজ সকালে নয়ডার বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি।
তিনি জি নিউজে ভারতে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়া একটি বিতর্ক অনুষ্ঠানের জনপ্রিয় 'তাল ঠোক কে' হোস্ট করেছিলেন।
এরপর জি নিউজ ছেড়ে তিনি আজতক-এ যোগদেন। তিনি একটি বিতর্ক শো '' দাঙ্গাল'-এর হোস্টিং করছিলেন।
তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Rohit Sardana left us too soon. Full of energy, passionate about India’s progress and a kind hearted soul, Rohit will be missed by many people. His untimely demise has left a huge void in the media world. Condolences to his family, friends and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 30, 2021
हृदय गति रुकने से हुआ वरिष्ठ पत्रकार और मशहूर एंकर रोहित सरदाना का निधन#RIP #RohitSardana pic.twitter.com/J12DGhRPf4
— AajTak (@aajtak) April 30, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊